মেসিকে বোবা ভাবতেন সতীর্থরা

লিওনেল মেসি লিওনেল মেসি
নিশ্চিতভাবেই এই সময়ের সেরা ফুটবল তারকা লিওনেল মেসি। নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে টানা তিনবার ফিফার বর্ষসেরা পুরস্কারও জিতেছেন বার্সেলোনার এই আর্জেন্টাইন স্ট্রাইকার। ছোটবেলায় কিছুটা চুপচাপ স্বভাবেরই ছিলেন তিনি। আর এ কারণে তাঁর দুই বার্সা সতীর্থ সেস ফ্যাব্রিগাস ও জেরার্ড পিকে নাকি তাঁকে বোবা ভাবতেন। সম্প্রতি এক সাক্ষাত্কারে এই মজার তথ্য জানিয়েছেন মেসি নিজেই। একই সঙ্গে ব্রাজিলীয় তারকা নেইমারকে সেই সাক্ষাত্কার থেকে ধন্যবাদ জানিয়েছেন তাঁর সাম্প্রতিক মন্তব্যের জন্য।
খুব ছোটবেলাতেই নিজ দেশ আর্জেন্টিনা থেকে স্পেনে পাড়ি জমিয়েছিলেন লিওনেল মেসি। বেড়ে উঠেছিলেন বার্সেলোনার ফুটবলার তৈরির কারখানা ‘লা মেসিয়াতে’। তবে প্রথম দিকে খুব চুপচাপ থাকতেন তিনি, কথা প্রায় বলতেনই না। সে কারণে অনেকেই বর্তমান সময়ের সেরা প্লে-মেকারকে ‘বোবা’ মনে করত। তিনি বলেন, ‘লা মেসিয়াতে আমি খুব চুপচাপ থাকতাম। সে কারণে অনেকেই আমাকে বোবা মনে করত। সেস ফ্যাব্রিগাস নিজেই আমাকে এ কথা বলেছে। পিকেও নাকি আমাকে অমনই মনে করত।’
মেসি আরও বলেন, ‘এখন সময় পাল্টেছে। ড্রেসিং রুমে আমি এখন আর অস্বস্তিতে থাকি না। আমি এখন অনেক খোলামেলা।’
ইউরোপীয় মৌসুমে ৭৩ গোল করে এবার রেকর্ড গড়েছেন মেসি। বার্সেলোনার জার্সি গায়ে মেসির পারফরম্যান্স তাঁর শ্রেষ্ঠত্ব মেনে নিতে বাধ্য করেছে অনেককেই। ব্রাজিলের উদীয়মান তারকা নেইমারও মেসিকে সম্প্রতি বিশ্বসেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি দিয়েছে। মেসি এ জন্য নেইমারকে ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন, `আমি নেইমারের প্রতি কৃতজ্ঞ। তাঁর মতো খেলোয়াড়ের কাছ থেকে এমন মন্তব্য পাওয়া সত্যিই চমৎকার একটি ব্যাপার।’ ওয়েবসাইট।

No comments:

Post a Comment